র্যালি, আলোচনা সভা এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণের মধ্য দিয়ে বরিশালে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর এবং জেলা প্রশাসন।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক একেএম আক্তারুজ্জামান তালুকদার, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এবং মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক।
সভায় দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি সবাইকে মানবিক হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে ২১ জনের মাঝে ২১টি
সাদাছড়ি (স্মার্ট হোয়াইট ক্যান) এবং ১০ জনের মাঝে ১০টি হুইল চেয়ার বিতরণ করা হয়। এর আগে দৃষ্টি প্রতিবন্ধীদের একটি র্যালি সার্কিট হাউজ চত্ত্বর প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/হিমেল