নানা আয়োজনে ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদ। এর মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা এবং সম্মাননা প্রদান। ২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠিত হয়।
রবিবার ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ শাহীন সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের স্বপ্নদ্রষ্টা, ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম।
বিভাগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করায় মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনিসুর রহমান খানকে। সাধারণ সম্পাদক মো. আজিবুর রহমান রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা শহিদুল হারুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সহসাধারণ সম্পাদক ড. মো. সিরাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন যুব পরিষদের সভাপতি অ্যাডভোকেট মো. কামাল হোসেন। স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদের সহসভাপতি ড. উৎপল কুমার সরকার। শুভেচ্ছা বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট সৈয়দ সরওয়ার হোসেন।
শুরুতেই বিভাগ বাস্তবায়নের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আনিসুর রহমান খানসহ বিভাগ আন্দোলনের পরলোকগত সকলের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন এমডিডিএস উপদেষ্টা পীরজাদা ওমর ফারুক আল নোমানি। সভাপতির ভাষণে অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ শাহীন ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদের সাত দফা ডাক উপস্থাপন করে বলেন, এগুলো বাস্তবায়িত হলেই ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের সুফল ময়মনসিংহবাসীর দোরগোড়ায় পৌঁছে যাবে।