রাজধানীর যাত্রাবাড়ীতে আবু সায়েম মুরাদ নামে এক যাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগে গ্রেফতার বাস চালক মো. শাহ আলম ও তার সহকারী মোহনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার একদিনের রিমান্ড শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত রবিবার যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মতিঝিল থেকে ৮ নম্বর বাসে যাত্রাবাড়ী যাচ্ছিলেন মুরাদ নামে এক যাত্রী। পথে হেলপারের সঙ্গে তার তর্ক হয়। পরে বাস থেকে নামার সময় হেলপার মুরাদকে ধাক্কা দেন। এতে তিনি গাড়ির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা মুরাদকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মুরাদের বড় ভাই আবু সাদাত ওই দিন রাতেই যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন