রাজধানীর আসাদগেটে বাসে ইভটিজিং ও মাদক সেবনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে শেরেবাংলা নগর থানা।
গ্রেফতারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রুবাইয়াত জামান।
তিনি বলেন, মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর আসাদগেটে বাসের ভেতর ইভটিজিং ও মাদক সেবনকে কেন্দ্র করে দুজনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে আহত হন মো. রাব্বি হোসেন (২২) ও মো. শাওন হোসেন (২০)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টার দিকে রাব্বির মৃত্যু হয়।
এডিসি রুবাইয়াত জামান বলেন, এ ঘটনায় বুধবার শেরেবাংলা নগর থানার মামলা হয়। মামলার পর একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এরপর বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িতদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ