রাজধানীর উত্তরা পাঁচ নম্বর সেক্টরের একটি বায়িং হাউজের ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল ও ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন আজ শুক্রবার রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘উত্তরা পাঁচ নম্বর সেক্টরের ছয় নম্বর রোডের ২০ নম্বর বাসায় একটি বায়িং হাউজের রান্নাঘরে আজ শুক্রবার রাতে ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনায় বাড়ির কেয়ারটেকারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’
‘বায়িং হাউজে ককটেল কীভাবে এলো এবং কীভাবে বিস্ফোরিত হলো, তা জানতে তদন্ত চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে’,- বলেন ওসি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ