খুলনায় নাগরিক সমাজের সাথে ‘জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তী জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট অপরিহার্য’-শীর্ষক মতবিনিময় সভা করেছে বিএনপি।
শুক্রবার (৪ নভেম্বর) বিকালে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্যই বিএনপি চায় একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। সুযোগ পেলেও বিএনপি এককভাবে সরকার গঠন করবে না। যারা সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠা আন্দোলনে সক্রিয় থাকবেন, জাতীয় সরকারে তাদের সক্রিয় অংশীদারিত্ব নিশ্চিত করা হবে।
মতবিনিময় সভায় বিএনপির মহানগর ও জেলা পর্যায়ে শীর্ষ নেতারাসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি অংশ নেয়। বক্তারা বিএনপির চলমান আন্দোলন কর্মসূচি, আইনসভার বর্তমান পরিকাঠামো, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অবাধ নিরপেক্ষ নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, সম্প্রতি শেখ হাসিনা দু'টি মন্তব্য করেছেন। একটি হল বিএনপি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠানো হবে। আরেকটি হলো বিএনপির অবস্থা হেফাজতের মত হবে। এগুলো কোন সভ্য ভাষা নয়। এগুলো এক প্রকার হুমকি।
এর আগে, মিডিয়া সেলের সদস্য সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার বলেন, ভোটাধিকার হরণ করে বিনাভোটের ক্ষমতা দীর্ঘমেয়াদী করার জন্য গোয়েন্দা বাহিনীর তত্ত্বাবধায়েন গোপন গুম-কেন্দ্র ও টর্চার সেল বানানো হয়েছে। বিদেশে ১০ লাখ কোটি টাকা পাচার করে আওয়ামী লীগ দেশটাকে তাদের লুটপাটের উর্বর ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্রতিহিংসার বেড়াজালে বন্দি রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বহু মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে পার্লামেন্টারি কাঠামোতে পরিবর্তন আনতে চায়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান, কাদের গনি চৌধুরী, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, সাংবাদিক আলী মাহমুদ, আতিকুর রহমান রুমন, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সদস্য রকিবুল ইসলাম বকুল, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ খুলনার আইনজীবি, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ