সারা দেশের সব বিভাগীয় শহরে গণসমাবেশ শেষে ঢাকার মহাসমাবেশে পরবর্তী বৃহত্তম কর্মসূচি আসছে বলে জানিয়েছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার বেলা ১১টার দিকে বরিশাল বিভাগীয় গণসমাবেশ মঞ্চে বাংলাদেশ প্রতিদিনকে একথা বলেন তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে দেশের সব বিভাগীয় শহরে গণসমাবেশ করছে বিএনপি। এসব সমাবেশে অংশগ্রহণ করছে সাধারণ মানুষ। তাদের অংশগ্রহণে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। ওই মহাসমাবেশ থেকে দলের পরবর্তী কর্মসূচি আসছে।
এ সময় দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেলসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই