গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের সাতখামাইর স্টেশন ও কাওরাইদ স্টেশনের মাঝামাঝি জায়গা মাইজপাড়া এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শামীমা জাহান জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ১০টার কিছু সময় পর কাওরাইদ রেল স্টেশন থেকে শ্রীপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে। শনিবার বেলা ১০টা ২০মিনিটের দিকে ট্রেনটি কাওরাইদ রেল স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
এতে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশনে ও ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস কাওরাইদ স্টেশন এলাকায় যাত্রাবিরতি করছে। এতে তিনটি ট্রেনের কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়েছে।
তিনি আরো জানান, ট্রেন চলাচল স্বাভাবিক করতে রাজেন্দ্রপুর স্টেশনে যাত্রা বিরতি দেয়া মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিন আলাদা করে বিকল হওয়া ট্রেনের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে ট্রেনটি শ্রীপুর স্টেশনে এনে জয়দেবপুর-ময়মনসিংহ ট্রেন লাইন ট্রেন চলাচল চালু করা হবে।
বিডি প্রতিদিন/এমআই