রাজধানীর শ্যামপুর কদমতমলীর শিল্প এলাকায় উচ্চ আদালতের নির্দেশনা মানছে না ডিএসসিসি’র ঠিকাদার। ওই এলাকায় রাজউক অনুমোদিত ৯নং লেনে ৩০ ফুট রাস্তাকে নিজেদের প্রয়োজনে বাড়িয়ে মিল কারখানা উচ্ছেদের মিশনে মাঠে নেমেছে ঠিকাদারি কোম্পানি। এ বিষযে উচ্চ আদালতের সুস্পষ্ট রায় থাকার পরও তা অমান্য করে ভাঙচুর করা হচ্ছে।
রবিবার আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করবেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
এ অবস্থায় উচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য ব্যবসায়ীদের পক্ষে স্থানীয় ওয়ারী জোনের উপ-বিভাগীয় পুলিশ কমিশনারের কাছে আবেদন জানিয়েছেন ব্যবসায়ী জামিল আক্তার চৌধুরী।
তিনি অভিযোগ করেন, রাজউক অনুমোদিত ৩০ ফুট রাস্তা বিনা নোটিশেই ৪০ ফুট করার অজুহাতে ব্যাপক ভাঙচুর শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিযুক্ত ঠিকাদার কোম্পানি। এতে তারা হাইকোর্টে ভাঙচুর বন্ধ রাখার রিট করে, এরপর আদালত এই উচ্ছেদ কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এতে কয়েকদিন বিরত থাকার পর ফের শিল্প কারখানা উচ্ছেদ শুরু করেছে ঠিকাদার। এ অবস্থায় রবিবার সিটি কর্পোরেশন ও ঠিকাদারি কোম্পানির বিরুদ্বে আদালত অবমাননার অভিযোগে মামলা করা হবে বলে জানিয়েছেন জামিল আক্তার চৌধুরী।
এদিকে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভাঙচুর করায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করেছেন স্থানীয় থানা পুলিশ।