নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরহাদ বলেছেন, নারায়ণগঞ্জ ফতুল্লার বুড়িগঙ্গা থেকে উদ্ধার দুরন্ত বিপ্লবের লাশের ময়নাতদন্ত হয়েছে। নিহতের মাথায় অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। বুকেও রয়েছে আঘাতের চিহ্ন। এটিকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রবিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি উপকমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবের লাশের ময়নাতদন্ত শেষে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এর আগে কয়েক দিন আগে শীতলক্ষ্যা নদী থেকে বুয়েট ছাত্র ফারদিন পরশের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে ফারদিনের মাথায় ও বুকে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছিলেন ওই মেডিকেল অফিসার।
প্রসঙ্গত শনিবার বিকালে বুড়িগঙ্গা নদীর পানগাও এলাকা থেকে নিহত দুরন্ত বিপ্লবের মরদেহ উদ্ধার করে পাগলা নৌ-পুলিশ। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুরন্ত বিপ্লব মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি কেরানীগঞ্জ এলাকায় একটি কৃষি খামারের মালিক ছিলেন। দুরন্ত বিপ্লব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র ছিলেন তিনি। সেই সময় ছাত্রলীগের জাবি শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন দুরন্ত। আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয় উপকমিটির সদস্যও ছিলেন তিনি। দুরন্ত বিপ্লব বিবাহিত। সংসারে তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। দুরন্ত ব্যবসা করতেন। তার বাবা-মা রাজধানীর মোহাম্মদপুরে থাকেন এবং দুরন্ত কেরানীগঞ্জ বসবাস করতেন।
বিপ্লবের এমন মৃত্যু মানতে পারছে না পরিবারের সদস্যরা। ঢাকার কেরানীগঞ্জ থানায় নিখোঁজের দিন ৭ নভেম্বর সাধারণ ডায়েরি করেছিল দুরন্ত বিপ্লবের পরিবারের সদস্যরা। নদীতে ভেসে আসার ছবি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আসলে বিপ্লবের নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) যারা করেছেন পুলিশ তাদের খবর দিলে ইমরুল খান নামে একজন এসে লাশটি দুরন্ত বিপ্লবের নিশ্চিত করেন। ইমরুল দুরন্তের বোন জামাই বলে জানিয়েছেন।
নারায়ণগঞ্জের পাগলা নৌ-পুলিশ থানার পরিদর্শক মো. শারজাহান আলী জানান, দুরন্তের পরিবারের ধারণা ছিল গত ৭ নভেম্বর কেরানীগঞ্জ কামরাঙ্গীরচর এলাকায় খেয়া পারাপারের সময় দুটি ট্রলারের সংঘর্ষে ঘটনা ঘটে। ওই সময় সেখানে নদীতে পড়ে ৫ জন নিখোঁজ হয়। ৪ জন নদীতে সাঁতরে উঠেছিল। কিন্তু একজন নিখোঁজ ছিল। সেই নিখোঁজ একজন দুরন্ত বিপ্লব হতে পারে বলে বিপ্লবরের পারিবার ধারণা করেছিল। এটা আমাদের নিজস্ব কোন বক্তব্য ছিল না।
তিনি আরও বলেন, আমরা শুনেছি এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আজ সোমবার পরিবার মামলা করতে পারে।
বিডি প্রতিদিন/হিমেল