দেশের নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল রবিবার রাতে এসব কমিটি প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে-নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, উত্তরা বিশ্ববিদ্যালয়, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শিগগিরই আরো ১৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি দেওয়া হবে। এসব বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় ও সুস্থ রাজনীতির বিকাশে কাজ করবে ছাত্রদল।
বিডি-প্রতিদিন/বাজিত