নারায়ণগঞ্জের ফতুল্লায় রাশেদ নামে এক কাপড় ব্যবসায়ীকে মোটরসাইকেল থেকে নামিয়ে লাঠিপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এক মিনিটের ওই ভিডিও ভাইরাল হলেও তাকে ১০ মিনিট ধরে পেটানো হয়েছে বলে জানা গেছে। একপর্যায়ে তাকে কুপিয়ে রাস্তায় ফেলে যায় সন্ত্রাসীরা।
এ ঘটনায় রবিবার রাতে ১২ জনের নাম উল্লেখ করে নির্যাতিত ব্যবসায়ীর বাবা নিজাম উদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। ১১ দিন আগে থানা এলাকার দেওভোগ শেষ মাথা এলাকায় এ ঘটনা ঘটেছিল। মামলায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তিকে কয়েকজন মিলে কাঠের লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছে। লাঠির আঘাতে ওই ব্যক্তি চিৎকার করছে। আশপাশে অনেক লোকজন দাঁড়িয়ে মারধর দেখলেও কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। একপর্যায়ে ওই ব্যক্তির নিথর দেহ মাটিতে পড়ে থাকে। পরে সন্ত্রাসীরা চলে যায়।
মামলা সূত্রে জানা যায়, ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার নিজাম উদ্দিনের ছেলে রাশেদ (২৬) গত ৩ নভেম্বর বিকালে ভোলাইল থেকে মোটরসাইকেলে কাশিপুর যাচ্ছিলেন। পথে দেওভোগ শেষ মাথা এলাকায় পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় কিশোর গ্যাং লিডা রাজু, প্রধান জুয়েল প্রধান ও তাদের গ্রুপের লোকজন পথরোধ করে রাশেদকে এলোপাতাড়ি লাঠিপেটা করে। এসময় আশপাশ থেকে অনেকেই পিটুনির ভিডিও রেকর্ড করে রাখেন। ওই ভিডিও ১০ দিন পর ফেসবুকে একাধিক লোকজন আপলোড করেছে।
স্থানীয়রা অভিযোগ করে জানান, নারায়ণগঞ্জে প্রায় অর্ধশত কিশোর গ্যাং বাহিনী চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে সাধারণ মানুষকে নির্যাতন করছে। কিন্তু কিছুতেই নির্মূল করা যাচ্ছে না কিশোর গ্যাংয়ের নির্যাতন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক বলেন, আসামিদের চিহ্নিত করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের একটি টিম কাজ করছে।
বিডি প্রতিদিন/এমআই