রাজশাহী সিটি করপোরেশনের উন্নয়ন কাজ ধীরগতিতে চলায় ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সোমবার সন্ধ্যায় প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় তিনি দ্রুত কাজগুলো শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে তদারকির আওতায় নিতে নির্দেশ দেন।
রাসিক মেয়র বলেন, উন্নয়নকাজগুলো শেষ না হওয়ায় শহীদ এএইচএম কামারুজ্জান কেন্দ্রীয় উদ্যান, জিয়া পার্কে দর্শনার্থীরা ফিরে যাচ্ছেন। রাস্তা, ড্রেনের কাজগুলোও শেষ করতে বিলম্ব হচ্ছে, যা নাগরিক ভোাগান্তি বাড়াচ্ছে। দ্রুত কাজ শেষ করতে প্রকৌশলীদের নির্দেশ দেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত