রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের চার নম্বর গেটের সামনে থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রাত সাড়ে সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। তিনি জানান, আমরা খবর পেয়ে বায়তুল মোকাররম মসজিদের ৪ নম্বর গেটের সামনে থেকে অজ্ঞাত এক ভবঘুরের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আমরা আশপাশের লোকজনের মুখে জানতে পারি, নিহত ব্যক্তি ওই এলাকায় ভবঘুরে হিসেবে ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-ঠিকানা শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক