রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা-উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন নেছার আহম্মেদ রনি ও মো. আরাফাত হোসেন রিপন (২৫)।
গোয়েন্দা-উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২টায় মতিঝিল থানার কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ রনি ও আরাফাতকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় আটকদের কাছ থেকে ১১ হাজার ১৯৯ ইয়াবা, ১৭৫ গ্রাম হেরোইন, ৩১০ বোতল ফেনসিডিল, ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম আইস জব্দ করা হয়।
আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছেও বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন