ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মো. সজীব (২৪) নামের এক চোরকে আটক করেছে ঢামেকের আনসার সদস্যরা। মঙ্গলবার সকালে নতুন ভবনের ৮০১ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার আব্দুর রউফ গণমাধ্যমে জানান, মোবাইলসহ তাকে হাতেনাতে ধরে হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, এর আগেও ঢামেক এলাকা থেকে কয়েকবার চুরির ঘটনায় তাকে আটক করা হয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ঢাকা মেডিকেলর ৮০১ নম্বর ওয়ার্ড থেকে একটি স্মার্ট মোবাইলসহ এক চোরকে আটক করেছে আনসার সদস্যরা। পরে আমাদের কাছে নিয়ে আসলে আমরা শাহবাগ থানার পুলিমের কাছে তাকে হস্তান্তর করি। আটক মো. সজীব ঢাকার বাড্ডা এলাকার মো. রমজান আলীর সন্তান।
বিডি প্রতিদিন/এএ