রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরখান থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম সুলতানা আক্তার রজনী। এসময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টায় উত্তরখান থানার দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
উত্তরখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মজিদ জানান, একজন নারী উত্তরখান থানার হেলাল মার্কেট দক্ষিণপাড়া এলাকায় ইয়াবা বিক্রয় করছে- এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযানা চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রজনীকে ৮০০ পিস ইয়াবা গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরখান থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম