রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে দুই দিনে এ পর্যন্ত ৮৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে ২ জন। সাধারণ কাউন্সিলর পদে ৬১ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৫ জন।
বুধবার নির্বাচন অফিস থেকে সাধারণ কাউন্সিলর পদে ১৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এই দিন মেয়র পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এর আগের দিন মঙ্গলবার মেয়র পদে ২ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। বর্তমান সিটি মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে মনোনয়নপত্র নিয়েছেন পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসীর। ওই দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগরের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নির্বাচন অফিস জানিয়েছে, প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা আচরণবিধি মেনে কোনো রকমের শোডাউন ছাড়াই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে, জেলা নির্বাচন কর্মকর্তা ফলহাদ হোসেন বলেন, নির্বাচনকে ঘিরে নগরীতে পোস্টার-ফেস্টুন ও ব্যানার খুলে ফেলতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। আচরণ বিধি যাতে লঙ্ঘন না হয় এজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক