ফরিদপুরের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিখোঁজ হওয়া মেডিকেল অফিসার ডা. জাকির হোসেনকে গ্রেফতার করেছে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাল ক্রাইম ইউনিট সিটিটিসি।
বুধবার (১৬ নভেম্বর) যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। আজ বৃহস্পতিবার তাকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে সোপর্দ করা হয়। সিটিটিসির অতিরিক্ত উপ কমিশনার আহমেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ