বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু এই সরকার দেশকে আবার পরাধীন করেছে। সরকার ভোট ডাকাতি করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এবার সারাদেশের কৃষক-শ্রমিক-জনতা ক্ষেপেছে, ইনশাআল্লাহ বিজয় হবেই হবে।
আজ শুক্রবার বিকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভাগীয় কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন। সার, বীজ, ডিজেল, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো এবং কৃষিপণ্যের ন্যায্য মূল্য দেওয়ার দাবিতে এ সমাবেশ হয়।
কৃষক দলের এই নেতা বলেন, প্রত্যেককে বলতে চাই আর কোন সুযোগ নাই। ইনশাআল্লাহ খেলা হবে। কর্মীদের কৃষক দলের সকল অনুষ্ঠান সফল করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় কৃষক সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত