২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠা লাভের পর আজ অনুষ্ঠিত হচ্ছে গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রথম সম্মেলন। আজ শনিবার দুপুর ১টায় শহরের ঐতিহাসিক রাজবাড়ি ময়দানে শুরু হবে সম্মেলনের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সম্মেলনকে কেন্দ্র করে নগরীজুড়ে সাজসাজ রব। পদ প্রত্যাশী ও তাদের সমর্থকদের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও শত শত তোরণে ছেয়ে গেছে পথঘাট-অলিগলি।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, অ্যাড. কামরুল ইসলাম, শিক্ষামন্ত্রী ও দলের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জাহিদ আহসান রাসেল।
আওয়ামী লীগ নেতারা জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কে অধিষ্ঠিত হচ্ছেন তা নির্ধারণ করবেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। রাজবাড়ি মাঠ ছাড়িয়ে কয়েক লক্ষাধিক লোকের সমাবেশ ঘটবে। সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন