বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। দেশ অর্থনৈতিকভাবে খুবই বিপদগ্রস্ত। এমন কোনো জিনিস নেই, যার দাম তিনশ থেকে চারশ গুণ বাড়েনি। সবকিছু সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।’
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী সংগ্রাম দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
দুদু বলেন, ‘শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংবাদপত্রে জানতে পেরেছি- প্রশ্নপত্রের জন্য কাগজ নেই, ব্ল্যাক বোর্ডে প্রশ্ন লিখে দিচ্ছে, আর ছাত্রদের সেই প্রশ্নের উত্তর বাড়ি থেকে লিখে নিয়ে আসতে বলছে। এ এক ভয়াবহ চিত্র।’
বিএনপির এ নেতা বলেন, ‘বিএনপির বিভাগীয় ছয়টি সমাবেশ হয়েছে। আজ সিলেটে হচ্ছে। এ অবৈধ সরকার এসব সমাবেশে জনগণ যেন কম হয় তার জন্য বাস-লঞ্চসহ সবকিছু বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয় তথাকথিত ব্যারিকেড দিয়ে জনগণকে আটকানোর চেষ্টা করছে। তারপরেও তারা জনগণকে থামাতে পারেনি। সমাবেশগুলো জনসমুদ্র পরিণত হয়েছে। কোনো কোনো জায়গায় চারদিন ধরে সমাবেশ হয়েছে।’
দুদু বলেন, ‘১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ। এই সমাবেশে উত্তাল তরঙ্গের মতো জনসমুদ্র পরিণত হবে। জনগণকে কোনোভাবে আটকাতে পারবে না।’
আয়োজক সংগঠনের সভাপতি এম এইচ মনিরের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার, সাবেক শাহবাগ থানা কৃষক দলের সহ-সভাপতি শাহজাহান মিয়া সম্রাট, কল্যাণ পার্টির সহ-সভাপতি সাইদুর রহমান তামান্না, সরোয়ার প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ