রংপুর নগরীর অর্জন মোড়ে অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাত ১২ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরীর অর্জন মোডে শাহীন হোটেল নামে এক হোটেলে প্রথমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগীয় উপ-পরিচালক জসীম উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগ্নিকাণ্ড ঘটেছে তা তদন্ত না করে বলা যাবে না।
বিডি প্রতিদিন/ফারজানা