রাজধানীর উত্তরার ৮ নম্বর সেক্টরে রেললাইনের পাশে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণ আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, শনিবার বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছিল। বিকেল ৫টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, উত্তরার ৮ নম্বর সেক্টরে রেললাইনের পাশের বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট রওয়ানা হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ