রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে সংবর্ধনা দিয়েছে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড। শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ৭ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী। বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড।
বীর মুক্তিযোদ্ধা ডা. ইমদাদুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রথম মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল হাদী, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার সফিকুর রহমান রাজা ও নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সংবর্ধনা অনুষ্ঠানে তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই