ছয় দফা দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে ১৫তম দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন নন-ক্যাডার চাকরিপ্রার্থীরা। আজ রবিবার সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়।
দাবি আদায়ে এর আগে দুর্নীতিবিরোধী শপথ পাঠ, আলপনা অঙ্কন, মোমবাতি প্রজ্বলন, মুলা ঝোলানো, পিএসসির সামনে পরিষ্কার অভিযান ও সাদা মুখোশ পরে প্রতিবাদ জানিয়েছেন তারা। তবে লাগাতার অবস্থান কর্মসূচির আজ ১৫তম দিন চললেও সরকারি কর্ম-কমিশন (পিএসসি) থেকে দায়িত্বশীল কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি। দীর্ঘদিন আন্দোলন চলার পরও পিএসসির এমন উদাসীনতার কড়া জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। একইসঙ্গে দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দিয়ে পিএসসি চেয়ারম্যানকে অবরুদ্ধ করা হতে পারে জানিয়েছেন তারা।
আন্দোলনের ধারাবাহিকতায় রবিবার বেলা ১১টা থেকে পিএসসির গেটে মিছিল, কবিতা, গান ও বক্তৃতার মাধ্যমে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
আন্দোলনকারী হিমু বলেন, যৌক্তিক দাবি নিয়ে আমার লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি। অথচ পিএসসির পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। পিএসসির এই নীরবতা সন্দেহের উদ্বেগের সৃষ্টি করেছে। তারা যদি আমাদের কষ্ট বুঝতে না পারেন তবে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিডি প্রতিদিন/আরাফাত