খুলনায় ট্রাক চাপায় মুসাব্বির হোসেন ( ৩৪) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে মহানগরীর দৌলতপুরের মিনাক্ষী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার ( ট্রাফিক) মনিরা সুলতানা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, সহকারী পুলিশ কমিশনারে (খালিশপুর) বডিগার্ড কনস্টেবল মোসাব্বির হোসেন দৌলতপুরস্থ যশোর সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়।
তিনি আরও জানান, মারাত্মক আহত কনস্টেবল মোসাব্বিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ