রাজধানীর বাড্ডা এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গতকাল (রবিবার) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাড্ডার ফ্যাসিলিটিজ টাওয়ারের সামনের সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন মো. ফারুক হোসেন, মো. কাওছার হোসেন ও হৃদয় হাওলাদার।
গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে বাসযোগে রাজধানী ঢাকায় এনে বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল