রাজধানীর উত্তরার ১ নং ওয়ার্ডের ৮ নং সেক্টরের বস্তি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরীর উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারকে ১৫ দিন চলার মতো চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়।
প্রসঙ্গত, শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উত্তরা ৮ নং সেক্টরের বস্তিতে আগুন লাগে। উত্তরা ও টঙ্গী ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ৩০ মিনিট আগুন নির্বাপনে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন