বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিসার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নির্বাচনে মো. বেলাল হোসেন সভাপতি ও মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ মহাসচিব নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার গোপালগঞ্জ টুঙ্গিপাড়া জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিআরডিবি অফিসার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতারা।
এ কমিটি গতকাল রবিবার অ্যাসোসিয়েশনের দায়িত্বভার নিয়েছে।
এর আগে গত ১২ নভেম্বর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিআরডিবি অফিসার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ১৩তম এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে উপপরিচালক মো. বেলাল হোসেন ৫৯৫ ভোট পেয়ে সভাপতি ও উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ৬৩০ ভোট পেয়ে মহাসচিব নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবির সরকার, সহ-সভাপতি গোলাম রহমান রাজা, যুগ্ম মহাসচিব-১ মো. নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব-২ মো. নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস ছাওার, অর্থ সম্পাদক শেখ মো. নাসিম হোসেন, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ওয়াহিদ মুরাদ, সাংস্কৃতিক সম্পাদক মো. সারওয়ার আলম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবিএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক দিলারা আক্তার ফকির, সমাজকল্যাণ সম্পাদক মো. সগির, কার্যনিবার্হী সদস্য মো. আব্দুর রাজ্জাক, মো. ওমর ফারুক, মো. জহুরুল ইসলাম, মেহেদী হাসান মুরাদ, বিমান কুমার দাশ, মো. তরিকুল ইসলাম, আসিফ আল মামুন নির্বাচিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত