নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক র্দুঘটনায় মো. রিংকু (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় একটি রাস্তার গর্তে পড়লে এ ঘটনা ঘটে। নিহত রিংকু ঝিনাইদহ জেলার একই উপজেলার শৈলকুপা এলাকার হাশেম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভূলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (পরির্দশক) মো. ফারুক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিংকু মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথি মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রাস্তার গর্তে পড়ে সে মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। লোকজন রিংকুকে স্থানীয় হাসপাতালে নিলে গেলে, সেখানে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/শফিক