বাংলাদেশে নিযুক্ত জার্মানির উপ-রাষ্ট্রদূত জা জেনোস্কি রাজধানী ঢাকার গুলশানে ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে আহত হয়েছেন। এই আহত হওয়ার কথা তিনি সোমবার তার টুইটারে এক পোস্টে জানান।
হুইলচেয়ারে বসা অবস্থায় নিজের জখম পায়ের ছবি দিয়ে ওই পোস্ট করেন তিনি। উপ-রাষ্ট্রদূত টুইটে লেখেন, ঢাকাকে তিনি পছন্দ করেন। তবে তিনি জানতেন, পথ চলতে যত সতর্কই থাকুন, রাতে নগরীর ঢাকনাবিহীন ম্যানহোলের একটিতে পড়বেনই!
এ ঘটনার পর আজ মঙ্গলবার সেই ম্যানহোলটি ঠিক করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
এ বিষয়ে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন সংবাদমাধ্যমকে বলেন, ‘ঘটনা জানার পরপরই ম্যানহোলটি আমরা মেরামত করেছি।’
তিনি জানান, নগরের অন্য কোনো এলাকায় এ ধরনের খোলা ম্যানহল থাকলে তা সিটি করপোরেশনের আমার ঢাকা অ্যাপে ছবিসহ জানাতে বলা হয়েছে।