গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে রবিবার সকালে দুই যুবককে গ্রেফতার করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-পঞ্চগড় জেলার বন্দর থানা এলাকার আব্দুর রহমানের ছেলে হৃদয় মিয়া (৩০) ও তার সহযোগী রাজবাড়ী পাংশা থানার হাটবন গ্রামের মান্নান মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৪২)।
অভিযুক্ত হৃদয় মিয়া উপজেলার মৌচাক এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করে অটোরিকশা চালান। আর আব্দুর রাজ্জাক একই এলাকায় ভাড়ায় বসবাস করে ইজিবাইক গ্যারেজের ব্যবসা করেন।
ভুক্তভোগী নারীর পরিবার ও পুলিশ জানায়, উপজেলার মৌচাকে ওই প্রতিবন্ধী তরুণী গত শনিবার সন্ধ্যায় তার স্বামীকে খোঁজার জন্য বাড়ির বাইরে যায়। স্বামীকে খুঁজে না পেয়ে বাড়ি ফেরার সময় হৃদয় মিয়া তাকে ফুসলিয়ে রাজ্জাকের গ্যারেজে নিয়ে যায়। সেখানে রাজ্জাক ওই নারী এবং হৃদয়কে গ্যারেজের ভেতরে ঢুকিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে।
এসময় হৃদয় মিয়া প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে। পরে তারা ওই তরুণীকে ঘটনা যেন কাউকে না জানায় তার জন্য হত্যার হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। রাতেই প্রতিবন্ধী নারী মৌচাক পুলিশ ফাঁড়িতে গিয়ে পুলিশকে ঘটনা জানায়। পরে পুলিশ একটি অভিযোগ নিয়ে মৌচাক এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করে।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রতিবন্ধী নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত হৃদয়সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই