নারায়ণগঞ্জের বন্দরে একটি ডোবা থেকে ওহাব (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে লাশটি পাঠানো হয়।
নিহত ওহাব সোনারগাঁয়ের ললাটি এলাকার ছফিল উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। তিনি গত রাতে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওয়ানা দিয়েছিলে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওহাব বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে একটি বাসে উঠে। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বাস থেকে মদনপুরেই তার নামার কথা ছিল। এখন মদনপুরে তার লাশ পাওয়া গেছে।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তার মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে। এটা কি দুর্ঘটনা নাকি কেউ আঘাত করলো সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে।
বিডি প্রতিদিন/জুনাইদ