রাজধানীর বনানীর কাকলি ব্রিজের নিচে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বিএম কৃষ্ণ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম বিএম কৃষ্ণ।
শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪ টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ভোররাতে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছিল কিছু মানুষ। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার কাছে থাকা কাগজপত্র দেখে তার পরিচয় জানা যায়।
তিনি আরো জানান, নিহতের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। তারা ঢাকা মেডিকেলে আসছেন। আর মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন