রাজধানীর দক্ষিণখান জয়নাল মার্কেট সংলগ্ন রেল লাইনে এগারো সিন্ধুর প্রভাতী নামে একটি চলন্ত ট্রেন থেকে পড়ে সজীব চন্দ্র বর্মণ (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই ট্রেনের সুরুচি ফাস্টফুডের পরিচ্ছন্ন কর্মী ছিলেন।
রবিবার (৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর। নিহত সজিব গাজীপুর কাপাসিয়া উপজেলার মৃত অরুণ চন্দ্র বর্মণের ছেলে। তিনি বর্তমানে মুগদা এলাকায় স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকতেন।
উপ-পরিদর্শক আলী আকবর জানান, সকালে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতী নামে একটি চলন্ত ট্রেন থেকে পড়ে মারা যান সজিব চন্দ্র। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ওই ট্রেনের সুরুচি ফাস্টফুডের পরিচ্ছন্ন কর্মী ছিলেন।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ঝাঁকির কারণে হয়তোবা তিনি পড়ে যেতে পারেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ