বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে প্রাইভেটকার ভর্তি ৩৫ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার হয়েছে। রবিবার ভোর ৫টায় জেলার উজিরপুর উপজেলার ইচলাদী টোলপ্লাজায় এই অভিযান চালায় তারা।
গ্রেফতার দুইজন হলো প্রাইভেটকার চালক গাজীপুর জেলার ফুলবাড়িয়া শালদহ গ্রামের মো. খোরশেদ আলম (২৪) ও বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের মনির বেপারী (৪৮)।
বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো, এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর উপজেলার ইচলাদী টোলপ্লাজায় চেকপোস্ট স্থাপন করেন তারা। এ সময় ঢাকা থেকে বরিশালগামী সাদা রংয়ের একটি প্রাইভেটকার তল্লাশী করে পেছনের ডালার মধ্য থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করেন তারা। মাদক বহনের অভিযোগে প্রাইভেট কারসহ গ্রেফতার করা হয় ওই ২ জনকে।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের উজিরপুর থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।
বিডি প্রতিদিন/এএ