রাজধানীর ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ করে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পাঁচটা ইউনিট কাজ করে পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দফতর থেকে এ তথ্য নিশ্চিত করেন ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ। তিনি জানান, রাজধানীর ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের সংবাদ পাওয়া যায়নি। সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ