ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও সিকদার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শুক্রবার রাজধানীর পশ্চিম ধানমন্ডিতে অবস্থিত সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে জয়নুল হক সিকদারের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছে ন্যাশনাল ব্যাংক পরিবার।
এ সময় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহমুদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন ও হোসেন আখতার চৌধুরীসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি জয়নুল হক সিকদার ইন্তেকাল করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জয়নুল হক সিকদারের মৃৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন