বিএনপির অপপ্রচার বন্ধ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির বার্তা তৃণমূলে ছড়িয়ে দিতে শনিবার (১১ ফেব্রুয়ারি) খুলনার ৬৮টি ইউনিয়নে ‘শান্তি সমাবেশ’ করছে আওয়ামী লীগ। খুলনার রূপসার নৈহাটি ইউনিয়নে শান্তি সমাবেশের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
এর আগে শনিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসএম কামাল বলেন, যারা ২০১৪ সালে নির্বাচন প্রতিরোধের নামে ১৩১ জন লোককে হত্যা করেছিল। এবার একই স্বপ্ন দেখলে তা বাস্তবায়ন করতে দেয়া হবে না। আন্দোলনের নামে কেউ অরাজকতা করলে রাস্তায় নামতে দেয়া হবে না। কারো গায়ে হাত তুললে ওই এলাকার মানুষ সেই হাত ভেঙে ফেলবে।
এসএম কামাল আরও বলেন, আমরা আমাদের কর্মীদের ঐক্যবদ্ধ করার জন্য প্রতিনিয়ত মিছিল মিটিং সমাবেশ করছি। ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে জনগণকে সম্পৃক্ত করে বিএনপির অপপ্রচার মিথ্যাচারের প্রতিবাদ জানানো হবে। একই সাথে বিএনপি যাতে রাজপথে কোনো সহিংসতা করতে না পারে সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল