ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী একটু ব্যতিক্রমভাবে পালন করেছে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় ডিভিশনটি। কাটা হয় বিশাল আকৃতির কেকও। তবে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় অসহায় দুস্থ শিশুদের। ডিভিশনটির সব স্তরের সদস্যরা আনন্দ ভাগাভাগি করে নেয় ওই শিশুদের সঙ্গে। বিশেষ এ দিনটিতে শিশুদের মধ্যে আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে বিতরণ করা হয় নতুন পোশাকও।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপ-কমিশনার (ডিসি) হুমায়রা পারভীনের উপস্থিতে ডিভিশনের অন্যান্য সদস্যরা শিশুদের নিয়ে কেক কাটেন। পরে ওই শিশুদের বিশেষ আপ্যায়নও করা হয়।
উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের ডিসি হুমায়রা পারভীন বলেন, ডিএমপি কমিশনার স্যারের নির্দেশনা ছিল সুধিজনদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা। আমরা সারাবছর যেহেতু অসহায় নারী ও শিশুদের নিয়ে কাজ করি সেহেতু এই আনন্দের দিনে ওদের পাশে রাখার চিন্তা মাথায় আসে। এজন্য বেশ কয়েকজন দুস্থ শিশুকে আমন্ত্রণ জানানো হয়। চেষ্টা করেছি ওদের নিয়ে আমাদের আনন্দ ভাগাভাগি করার। এতে আমাদের প্রতি গরীব-দুঃখী মানুষের ভরসা আরো বাড়বে বলে মনে করি।
প্রসঙ্গত, ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন নির্যাতনের শিকার নারী ও শিশুদের আইনি সেবা দিয়ে আসছে। এই ডিভিশনেই রয়েছে নারীদের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টার ও কুইক রেসপন্স টিম। নির্যাতনের শিকার কোনো নারী ফোন করলে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় কুইক রেসপন্স টিমের সদস্যরা। এছাড়াও এই ডিভিশনের সব পুলিশ সদস্য নারী হওয়ায় ভিকটিম নারীরা তাদের অভিযোগ বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।
বিডি-প্রতিদিন/বাজিত