রাজধানীতে যুবকের লাশ উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ীতে মো. শাওন (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার যাত্রাবাড়ীর মীর হাজীবাগ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তোরগুল হাসান সোহাগ গণমাধ্যমে এ তথ্য জানান।
শ্যামপুর ২০/১, মীর হাজীরবাগের মো. আব্দুল আজিজ ও মাহমুদা বেগমের ছেলে শাওন। এসআই তোরগুল জানান, কেউ তাকে ছুরিকাঘাত করে মীর হাজীরবাগে একটি মুদি দোকানের সামনের রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/এএ