আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বিশাল র্যালি শেষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শহরের ঈদগাহ ময়দান থেকে র্যালি নিয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রদল নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুইয়া ও সাধারণ সম্পাদক জোবায়ের জিকু।
এসময় জেলা ছাত্রদল, রূপগঞ্জ, ফতুল্লা, আড়াইহাজার, সোনারগাঁ থানা ছাত্রদলসহ বিভিন্ন পৌরসভা ও কলেজ ইউনিটের হাজারো নেতাকর্মী সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে স্লোগান দেয়। একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগান দেন নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/হিমেল