নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আতিকুল ইসলাম (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ইছাখালী গাজী সেতুর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
নিহত আতিক রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুশুরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং কর্ডোভা হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী।
জানা যায়, একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফিরছিলেন আতিকুল ইসলাম। রাত ১টার দিকে ইছাখালী গাজী সেতুর পশ্চিম প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে সকালে আতিকুল মারা যান।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আতিকের বন্ধু গোয়াল পাড়ার আব্দুল ওহাদের ছেলে সাব্বির (১৮) গুরুতর আহত হন। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/এমআই