রাজধানীতে ট্রাক, লরি, কাভার্ডভ্যান, সিএনজিসহ বিভিন্ন পরিবহনে চাঁদা আদায়ের সময় ১৬ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। সোমবার (২০ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী ও কোতয়ালি এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-১০-এর একটি আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, গত সোমবার র্যাব-১০'র একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাক, লরি, কাভার্ডভ্যান ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ১০ জন চাঁদাবাজকে গ্রেফতার করে।
তারা হলেন- মো. জসিম (৪১), মো. সোহেল (২৭), মো. মোক্তার হোসেন (৩১), জুলহাস মিয়া (৪৩), মোহাম্মদ আলী (২১), মাহমুদুল রহমান মিদুল (১৯), মো. রাকিব (২২), মো. মানিক (৩০), মো. মিঠু (২৪) ও মো. রুবেল (২২। এসময় তাদের নিকট থেকে ৪টি কাঠের লাঠি, ১১টি মোবাইল ফোন ও আদায়কৃত চাঁদা ৬,২৭০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই দিনে র্যাব-১০'র অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন আহসান উল্লাহ রোড, বাদামতলী ও ওয়াজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ৬ জন চাঁদাবাজ গ্রেফতার করে।
তারা হলেন- মো. শুভ (২৫), শাহিন হোসেন (২৫), মো. ইমন (২৪), জুবায়ের প্রধান (২১), মো. দুলাল (৪৮) ও নজরুল ইসলাম (২১) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ৬ রিসিট বই, ৬টি মোবাইল ফোন ও আদায়কৃত চাঁদা ৬,৩১০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।
গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী ও কোতয়ালীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ট্রাক, লরি, কাভার্ডভ্যান ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ