খেলার সময় ছোট দেয়ালের ওপর থেকে পড়ে রাজধানীর ডেমরায় রাইসা আহমেদ নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।
নীলফামারীর জলঢাকা উপজেলার মৌজা শোলমারি গ্রামের ঠিকাদার রুবেল হোসেন ও রানু আক্তার দম্পতির মেয়ে রাইসা। দুই ভাইবোনের মধ্যে ছোট ছিল সে। পরিবারটি কোনাপাড়া আলামিন রোডের একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম