৪ মার্চ, ২০২৩ ১৬:৪৮

রংপুরে বিএনপি’র পদযাত্রা সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে বিএনপি’র পদযাত্রা সমাবেশ অনুষ্ঠিত

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর মহানগর কোতোয়ালি থানা বিএনপি উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রংপুর মহানগরীর শাপলা চত্বর বটতলায় পদযাত্রা কর্মসূচি শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সমাবেশে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মোন্নাফ মুন্নাফ, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ লাবু, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি প্রমুখ। 

এর আগে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোড থেকে পদযাত্রা নিয়ে বের হন বিএনপির নেতাকর্মীরা। পদযাত্রাটি পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব চত্বর, গ্রান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, জাসাস, ওলামা দলের নেতাকর্মীরা অংশ নেন। একই দাবিতে রংপুর মহানগরীর তাজহাট, মাহিগঞ্জ, পরশুরাম, হাজিরহাট ও হারাগাছ থানা বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর