রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় একটি বাসের ধাক্কায় মো. মিরাজ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
আজ রবিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. আকরাম হোসেন সংবাদমাধ্যমকে বলেন, আমি পেশায় একজন গাড়ি চালক। আমার ছেলে একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করে। সকালের দিকে রাস্তা পারাপারের সময় একটি বাস আমার ছেলেকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।তিনি বলেন, আমাদের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকায়। বর্তমানে আমরা যাত্রাবাড়ীর সায়দাবাদ এলাকার ২৮/১ নম্বর বাসায় ভাড়া থাকি। আমার দুই ছেলের মধ্যে মিরাজ ছিল সবার বড়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ