রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নাম মো. মুসা (৪৫)। এ নিয়ে ওই বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়াল।
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন মো. মুসা। এই ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন চিকিৎসাধীন মো. মুসার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
ওই ভবনে বিস্ফোরণের ঘটনায় ভবনটির মালিকসহ কয়েকজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেও্য়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন্স স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে।
এতে পাশের সাততলা ও পাঁচতলা দুটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। কুইন্স মার্কেটের সাততলা ভবনটির বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয়তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ