ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা চলাচলে বিধিনিষেধ দিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)।
প্রধানমন্ত্রীর সফর ও জনসমাবেশকে ঘিরে যানজট নিরসনে নগরীতে ইজিবাইক ও রিকশা চলাচলে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে মসিক জানিয়েছে।
মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১১ মার্চ শনিবার রাত ৮টা পর্যন্ত সব ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে শুক্রবার দুপুর ২টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত সকল মোটররিকশা সিটি এলাকায় চলাচল বন্ধ থাকবে।
আগামী শনিবার ময়মনসিংহ নগরীর সার্কিট ময়দানে বিভাগীয় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভাগীয় এ জনসভায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার মানুষ অংশ নেবেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন